অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর:
ঝাড়গ্রামের অগ্রেসন ধর্মশালা তে “উদাহরণ” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে জেলা হাসপাতালগুলিতে, তাই সেই সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানালেন ক্লাবের সদস্যরা। “উদাহরণ”স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।

