পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং এলাকার মানুষের স্বাস্থ্যের উপর নজর রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন গুইয়াদহ এলাকায় জে কে ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ১১৬ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মিঠু রানী ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ সাহিদা বেগম, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আই সি রাজেশ পাড়ুয়া, বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার, রেজাউল মোল্লা, ফাউন্ডেশনের কর্মকর্তা কবিরুল ইসলাম খান, রাজু সেখ, বি আর বি শালবনী সম্পাদক নবেন্দু ব্যানার্জি, প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য ব্যক্তিরা।
জানা গিয়েছে, এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।