কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: রক্ত সংকটে এগিয়ে এল ঘাটাল মহকুমা পুলিশ।রবিবার ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এসডিপিও অফিস চত্বরের মিথিলা লজে ঘাটাল মহকুমার ৩ টি থানা ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা থানা নিয়ে এই রক্তদান হয়।রক্তের সংকটে হাহাকার ব্লাড ব্যাঙ্ক গুলি সেখানে রাজ্যের পুলিশ প্রতিটি থানা এলাকায় রক্ত দিতে এগিয়ে এসেছে পুলিশ কর্মীরা। ঘাটালেও এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা থানার ওসি দেবাংশু ভৌমিল, সুদীপ ঘোষাল, প্রশান্ত পাঠক সহ অন্যান্য অফিসার কর্মী সিভিকরা রক্ত দান করেন।
এই রক্তদান কর্মসূচির সূচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী।ছিলেন থানার অফিসার এবং ঘাটাল ব্লাড ব্যাঙ্কের ডাক্তার ও কর্মীরা। ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল। মোট ৪১ জন রক্তদান করেন।