পুরুলিয়ার ব্লাড ব্যাংকে রক্ত সঙ্কট, কোভিড রোগীকে রক্ত দিলেন স্বাস্থ্য কর্মী

সাথী দাস, পুরুলিয়া, ৩ নভেম্বর: ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট। এই অবস্থায় মুমূর্ষ এক কোভিড রোগীকে রক্ত দান করে পাশে দাঁড়ালেন এক স্বাস্থ্য কর্মী। সঙ্কটকালীন মুহূর্তে এই ভাবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল রোগীর পরিজনরা।

পুরুলিয়া শহরতলীর এক গৃহবধূ কোভিডে আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। পুরুলিয়া শহরে কোভিড হাসপাতালে চিকিৎসা চলাকালীন রক্তের প্রয়োজন হয় তাঁর। এদিকে জেলার একমাত্র ব্লাড ব্যাঙ্কে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েন আক্রান্ত ওই বধূর স্বামী কালীপদ দাস। বিষয়টি পুরুলিয়া সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে জানাজানি হয়। পরিস্থিতির কথা ভেবে বিশ্বজিৎ সরকার নামে এক স্বাস্থ্য কর্মী রক্ত দিতে এগিয়ে আসেন। শেষ পর্যন্ত তাঁর রক্ত দানের জন্য মুমূর্ষু ওই কোভিড রোগীর চিকিৎসা সুচারু হয়।

রোগীর স্বামী বলেন,”আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ থাকব। আজকের দিনে এইভাবে পাশে পাব ভাবাই যায় না।”

পুরুলিয়া সদর হাসপাতালে অবস্থিত ব্লাড ব্যাঙ্কে এখন রক্তের সঙ্কট চলছে। একে করোনা আবহ তার উপর পুজোর মরশুম, এই দুইয়ের কারণে কোনও শিবির হচ্ছে না। ফলে দারুণ রক্ত সঙ্কট রয়েছে ব্লাড ব্যাঙ্কে।

সেখানকার টেকনিশিয়ান দ্বিজ পদ পাত্র জানান, “বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাকে শিবির করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। রক্তদান শিবির না হলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের। আজকের এই ঘটনা তার উদাহরণ।”

বিশ্বজিৎ সরকার হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। প্রচার বিমুখ তিনি। এদিনের তাঁর রক্তদান কর্তব্য বলেই মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *