পূণ্যার্থীদের তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদে উলুবেড়িয়া রাস্তা অবরোধ

আমাদের ভারত, হাওড়া, ১৬ জানুয়ারি: মেলায় আসার সময় তাডরস্বরে ডিজে বাজানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শতাধিক গ্রামবাসী উলুবেড়িয়া বাণীবন বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

জানাগেছে, বুধবার থেকে উলুবেড়িয়ার বাণীবনে শুরু হয়েছে জাতের মেলা। প্রতি বছরের মত এই বছরেও পূণ্যার্থীরা মেলায় আসার পথে তারস্বরে ডিজে বাজাতে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারস্বরে ডিজে বাজানোর ফলে বাড়িতে থাকা শিশু বয়স্করা সমস্যায় পড়ে। সমস্যা নিয়ে একাধিকবার মেলা কমিটি ও পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেছে।

তারস্বরে ডিজে বাজানোর কথা স্বীকার করে নিয়েছেন পুলিশ প্রশাসন। পুলিশ আধিকারিকরা জানান এই ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। যদি কেউ নিয়মবহির্ভূতভাবে ডিজে বাজায় তাহলে ডিজে বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মেলা কমিটির দাবি, ডিজে না বাজানোর ব্যাপারে প্রচার চালানো হলেও কতিপয় পূণ্যার্থী না শোনায় এই বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *