আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে পথ অবরোধ ও বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের উত্তর বেঁউদিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই পোকা চাল ও পোকা ডাল রান্না করা হয়। আজও তেমনই পোকা নষ্ট ডাল রান্না করা হয়েছে। এই অভিযোগে এগরা-বাজকুল রাজ্য সড়কের ভগবানপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত অভিভাবক ও গ্রামবাসীরা। অভিভাবকদের আরও অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ নিম্নমানের খাওয়ার দেওয়া হত। এমন খাওয়ার খেয়ে প্রায়ই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এর আগে বহুবার অঙ্গনওয়াড়ির শিক্ষিকাদের সাবধান করলেও শোনেনি তারা। একই অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যেরও। এই দিদিমণিদের অন্যত্র বদলির দাবি জানিয়েছেন তিনি।
যদিও অভিযোগ নিয়ে দুই অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী পরস্পর বিরোধী ভিন্ন মত পোষণ করেছেন।
শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ। দুই অভিযুক্ত দিদিমণিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে অবরোধমুক্ত করে এগরা বাজকুল রাজ্য সড়ক।