সালখান মুর্মুর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে পুরুলিয়ায় জাতীয় সড়ক অবরোধ

সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: আদিবাসী সংগঠন সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় সভাপতি তথা প্রাক্তন সাংসদ সালখান মুর্মুর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। আজ দুপুর ১২ টা থেকে বাঁকুড়া-পুরুলিয়া ৬০এ জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সক্রিয় সদস্যরা।

অভিযোগ পুরুলিয়ার হুড়া থানার মোরজঙ্গলপুর গ্রামে সমাজ বয়কটে থাকা ১০০টি পরিবারকে সমাজের মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টা চালান আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় সভাপতি সালখান মুর্মু। সেই উদ্দেশ্য নিয়ে ২৭ ডিসেম্বর তিনি পুরুলিয়ার হুড়া থানার মোরজঙ্গলপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে যাওয়ার পথে চাপাডি গ্রাম এলাকায় একদল দুষ্কৃতি তীর, ধনুক, টাঙ্গি, তলোয়ার সহ অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এ বিষয়টি নিয়ে ওই দিনেই হুড়া থানার দ্বারস্থ হয় আদিবাসীর সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় সভাপতি শালখান মুরমু ও সংগঠনের কর্মীরা।

সেই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ আন্দোলনে নামে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার তদন্তের নামে পুলিশ দুষ্কৃতিদের প্রশ্রয় দিচ্ছে। তাই তারই প্রতিবাদে আজ তারা পুরুলিয়া–বাঁকুড়া ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই অবরোধের পূর্বে এলাকায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করেন বিক্ষোভকারীরা। পরে লালপুর মোড়ে পুরুলিয়া – বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আদিবাসী সেঙ্গেল অভিযান পুরুলিয়া জেলা কমিটির সদস্যরা।

হুড়া থানার লালপুর মোড়ে এদিনের এই অবরোধ কর্মসূচির জেরে পুরুলিয়া বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আচমকা এই অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে হুড়া থানার পুলিশ। ধামসা মাদল নিয়ে মহিলা পুরুষ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *