কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর :
আলিপুর দুয়ারের জয়গাঁও তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি এবং মিছিলে হামলার প্রতিবাদে ঘাটালে প্রতিবাদে সরব হল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে বিজেপি ঘাটাল–পাঁশকুড়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে। রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে জোরদার স্লোগান ওঠে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির কথা বলেন বিজেপি নেতৃত্ব। ছিলেন ঘাটাল বিধানসভার কনভেনার উত্তম মন্ডল, ঘাটাল বিধানসভার সম্পাদক গণেশ মান্না, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী হাসি হালদার, যুব মোর্চার জেলা সভাপতি রাজু আড়ি, ঘাটালের মন্ডল সভাপতিরা এবং যুব নেতৃত্ব এবং কর্মীরা।