Tathagata on Rammandir “আমি ধন্য, গৌরবময় ঐতিহাসিক দিনটি দেখার জন্য বেঁচে আছি,” মন্তব্য তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ২২ জানুয়ারি: “যখন বিশ্ব রামলালার (শিশু রাম) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা (জীবনের উদ্দীপনা) দেখতে পাচ্ছে, আমি ধন্য যে আমি এই গৌরবময়, ঐতিহাসিক দিনটি দেখার জন্য বেঁচে আছি।” সোমবার এক্স হ্যাণ্ডেলে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়।

তিনি লিখেছেন, “একসময় ‘ধর্মনিরপেক্ষ’ জনতা রামজন্মভূমি আন্দোলনকে ‘ইট পুজো’ ইত্যাদি নামে ডাকত। আজকে দেখে তৃপ্তি লাগছে যে একই জনতা অবান্তর কথা বলার চেষ্টা করছে, কেন নবমী ছাড়া অন্য দিনে পূজা করা হচ্ছে, কেন অন্যান্য মন্দিরগুলিকে টেনে ফেলা হয়েছে, ঠিক কোথায় রাম জন্মগ্রহণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি।

রাম হলেন হিন্দুদের মর্যাদা পুরুষোত্তম, জনজীবনে যা কিছু ভালো তারই রূপ। রামের জন্মস্থান তুর্কি ছিনতাইকারীদের দ্বারা অপবিত্র হওয়ার পরে এই সনাতনী হিন্দু জাতির সম্মান পুনরুদ্ধারের উদযাপনের জন্য এই অনুষ্ঠান। এটি ৫০০ বছর ধরে ঠিক করতে দেওয়া হয়নি। আজ সেই দিন এসে গেছে যখন এটা করা হচ্ছে। আমি ধন্য, ওহ, আমি ধন্য!

আজ একটি গৌরবময় সপ্তাহের সূচনা। এই সপ্তাহের ২৩ তারিখ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। ২৬ তারিখ আমরা নিজেদেরকে আমাদের সংবিধান দিয়েছিলাম। কিন্তু এই দিনগুলো প্রতি বছরই আসে। এর মধ্যে ২২ শে জানুয়ারি যখন আমরা অযোধ্যায় রামলালার (শিশু রাম ভগবান) মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা (জীবন প্রদান) উদযাপন করছি।

প্রায় ৫০০ বছর পর ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর একটি গুরুতর ভুল ঠিক করলেন! জয় শ্রী রাম! জয় নরেন্দ্রভাই!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *