আমাদের ভারত, নরেন্দ্রপুর, ১৬ অক্টোবর: সাতসকালে আচমকা পরটা তৈরির দোকানে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। সোমবার সকালের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী-স্ত্রী দুই জন। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গঙ্গাজোয়ারা এলাকায় বিস্ফোরণ ঘটে।

খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের প্রাথমিক অনুমান কৌটো বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিলো যে ১৮ ফুট দূরে জিনিষপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আহত সুজয় মন্ডল ও তাঁর স্ত্রী টুকটুকি মন্ডল। দোকানের মধ্যেই বোমা ছিল না বাইরে থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

