দুর্গাপুর, আমাদের ভারত,৩ নভেম্বর:ব্যারেজের লকগেট ভেঙে পানীয় জলের প্রবল সংকটের মধ্যে এবার দুর্গাপুর শিল্প শহরে বিস্ফোরণের ঘটনা ঘটল। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) সীমানার ভিতরে বিস্ফোরণ হয়। ঘটনায় এক ঠিকা শ্রমিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আহত হয়েছে আরো একজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর ককোভেন থানার পুলিশ।
মঙ্গলবার সকালে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এর ৭নম্বর ইউনিটের কাছে এই বিস্ফোরণটি হয়। জানা গেছে সেই সময়ই দুই ঠিকা শ্রমিক জঙ্গল পরিষ্কার করছিলেন। একটি গাছের নিচে এই বিস্ফোরণটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান কোন রাসায়নিক দ্রব্য বা বিস্ফোরক জাতীয় কিছু রাখা ছিল সেখানে। কেন এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কারখানার ভেতরেও।
স্থানীয় সূত্রে খবর সকাল এগারোটা বেজে দশ মিনিট নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৭ নম্বর কনস্ট্রাকশনের গেট এলাকা। এই বিস্ফোরণের ছিন্নভিন্ন হয়ে যায় এক ঠিকা কর্মীর দেহ। মৃতের নাম ওম প্রকাশ চৌহান। আশঙ্কাজনক অবস্থায় আরো এক কর্মী বাম রুইদাসকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ছিন্নভিন্ন ওম প্রকাশ চৌহানের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পাওয়ার প্লান্টে জেনারেল ম্যানেজার গোপীনাথ মাজি বিস্ফোরণের ঘটনায় বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন। দুর্গাপুর নগর নিগমের পুরো পিতা সুভাষ মজুমদারের ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি করেছেন কারখানার শ্রমিক সংগঠনগুলোও।