দিল্লিতে বিস্ফোরণ, ইজরায়েলি দূতাবাসের সামনে জঙ্গি হামলার আশঙ্কা

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার বিকেলে এপিজে আবদুল কালাম রোডে অবস্থিত এই দূতাবাসের সামনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলেই সন্দেহ করছে দিল্লি পুলিশ।

ঘটনার পরেই ওই এলাকায় ছুটে যায় দমকল বাহিনী। বিস্ফোরণের চরিত্র বুজতেই ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক সূত্রে খবর দূতাবাসে প্রায় দেড়শ মিটার দূরে অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল।

এদিকে বিস্ফোরণের সময় আড়াই কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয়চকে “বিটিং রেট্রিট” চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দিল্লি সীমান্তে বসে রয়েছে কয়েক হাজার কৃষক। নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের দিল্লির ইজরাইলি দূতাবাসে একটি গাড়িতে স্টিকার বোমা বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার পেছনে ইরানের মদদপুষ্ট জঙ্গিরা ছিল বলে অভিযোগ উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *