আমাদের ভারত, বালুরঘাট, ১ ডিসেম্বর: ফেসবুক প্রেমে যুবতীকে ফাঁসিয়ে টাকা আদায়ের চাপ মালদার যুবকের। কুমারগঞ্জে পৌছাতেই অভিযুক্তকে গণপ্রহার বাসিন্দাদের। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের মোল্লাদিঘি এলাকায়। নির্যাতিতা যুবতীকে কুপ্রস্তাব, হুমকি সহ শ্লীলতাহানির অভিযোগ দায়ের অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম পাপাই ঘোষ। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ।
কুমারগঞ্জ থানার ওসি সঞ্জয় মুখার্জি জানিয়েছেন, পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায় চার পাঁচ মাস আগে ওল্ড মালদার নবাবগঞ্জের বাসিন্দা পাপাই ঘোষের সাথে ট্রেনে পরিচয় হয় কুমারগঞ্জের ওই যুবতীর। যার পর ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথাবার্তার মাধ্যমে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মোবাইলে একসাথে বেশকিছু ছবিও তোলে তারা। আর যাকে হাতিয়ার করেই ওই যুবতীর কাছ থেকে টাকা আদায়ের ফন্দি আঁটে মালদার নবাবগঞ্জের ওই যুবক। যুবতীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি জানানো হয় একাধিকবার বলে অভিযোগ। টাকা না পেলে যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসাবারও হুমকি দেয় পাপাই নামে ওই অভিযুক্ত যুবক বলে অভিযোগ। একপ্রকার চাপ সৃষ্টি করে প্রথম দফায় দশ হাজারেরও বেশি টাকা আদায় করে ওই অভিযুক্ত যুবক। শনিবার ফের টাকার দাবি নিয়ে মালদা থেকে কুমারগঞ্জে যুবতীর বাড়িতে ছুটে আসে অভিযুক্ত। যুবতীর বাড়িতে ঢুকে হাত ধরে টেনে নিয়ে যাবারও চেষ্টা করে ওই যুবক। ঘটনা জানতেই স্থানীয়রা ছুটে এসে পাকড়াও করে গণপ্রহার দেয় মালদার ওই যুবককে।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছায় মোল্লাদিঘি ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে মুক্ত করে রাতেই তাকে প্রথমে মোল্লাদিঘি পুলিশ ফাঁড়ি এবং পরে নিয়ে আসা হয় কুমারগঞ্জ থানায়।