কালো টাকা সাদা! রেল দুর্ঘটনার ক্ষতিপূরণে কেন ২ হাজারের নোট দিল তৃণমূলীরা? প্রশ্ন সুকান্তর

আমাদের ভারত, ৬ জুন: বালেশ্বরে রেল দুর্ঘটনায় অভিশপ্ত করমন্ডলে বাংলার বহু যাত্রী ছিলেন, যাদের অনেকেই ছিলেন পরিযায়ী শ্রমিক। ফলে বহু মানুষের বলি হয়েছে সেখানে। বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রামপঞ্চায়েতের ছড়ানেখালী গ্রামের তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েন প্রাণ হারিয়েছেন। ওই তিন ভাইয়ের সঙ্গে ছিলেন গ্রামের সঞ্জয় হালদার, বিকাশ হালদার। তারাও প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সূত্রের খবর, যে টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তার বেশিরভাগই ২০০০ টাকার নোট। ফলে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন কালো টাকা কি এবার এভাবে সাদা করছেন তৃণমূলীরা?

নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে ওই এলাকায় গিয়েছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক শওকত মোল্লা, বিধায়ক শ্যামল মন্ডল, সাংসদ প্রতিমা মন্ডল, বিধায়ক পরেশ রাম দাস। কিছুদিন আগে ২ হাজারের সমস্ত নোট প্রত্যাহারের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নিতে বলা হয়েছে। নোট প্রত্যাহারের ঘোষণার পরেও কেন এই নোট দেওয়া হল ক্ষতিপূরণে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পরপর দুটি টুইট করেছেন তিনি। টুইটে সুকান্তর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দু’ লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছেন রাজ্যের এক মন্ত্রী। এব্যাপারে একদিকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রশ্ন রাখছি ২০০০ টাকার নোটে ২ লক্ষ টাকার বান্ডিল এর উৎস কি?

এখানেই থেমে না থেকে সুকান্ত লিখেছেন, বর্তমানে ২০০০ টাকার নোটের বাজারে যোগান কম। ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলিকে ২০০০ টাকার নোট প্রদান করে, তাদের সমস্যা কি বাড়ানো হলো না? দ্বিতীয়ত এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি? স্বভাবতই তার এই টুইটের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *