আমাদের ভারত, শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর: শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপির জনতা যুব মোর্চা। তাদের সঙ্গে অবস্থানে বসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। রবিবার সকালে শিলিগুড়ির হাসমিচকে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। দ্রুত নির্বাচনের দাবি করেন তারা। না হলে আগামীতেও তাদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মেয়াদ ফুরিয়ে গেলেও পুরনিগম ও মহকুমা পরিষদের নির্বাচন না হওয়ায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলনে সামিল বাকি রাজনৈতিক দলগুলো। কয়েকদিন আগেই পুরনির্বাচনের দাবিতে পুরনিগমের গেট আটকে বসে পড়েন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। এদিন হাসমিচকে পুরনির্বাচনের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা কর্মীরা। তাদের মূল দাবি ছিল, অবিলম্বে পুর নির্বাচন করতে হবে।
এবিষয়ে বিধায়ক শংকর ঘোষ বলেন, কলকাতায় যদি পুরনির্বাচন হতে পারে তাহলে শিলিগুড়িতে হবে না কেন। এই দাবি আমাদের নয় এটা জনগণের দাবি।