পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে চলছে নিবীড় ভোটার তালিকা সংশোধন- এর কাজ। এই বাংলায় প্রায় ৮০,০০০ (আশি হাজার) বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটের ফর্ম বিতরণ করেন বিএলও ‘রা। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এই ফর্ম পূরণ করতে বিভিন্ন রাজনৈতিক দল ভোটার সহায়তা কেন্দ্র খুলে সাধারণ জনগণকে ফর্ম পূরণের জন্য সাহায্য করে। আজ সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে ভোটার সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানান, সারা রাজ্যজুড়ে ভোটারদের সহায়তা করার জন্য আমাদের কার্যকর্তারা বিভিন্ন সহায়তা কেন্দ্র খুলেছে।

