২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির জামানত জব্দ হবে: ইদ্রিস আলি

আমাদের ভারত, হাওড়া, ১১ জুন: মা দুর্গা যেভাবে  অসুরদের নিধন করেছিলেন ঠিক সেইরকম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে নিধন করবেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় আসার স্বপ্ন দেখলেও তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। উল্টে তাদের জামানত জব্দ হবে। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাউরিয়ার বৈঠকখানায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিধায়ক ইদ্রিস আলি।

এদিন ইদ্রিস আলি অভিযোগ করেন, করোনা মহামারিতে দেশ যখন বিপর্যয়ের সম্মুখীন তখন বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভার্চুয়াল সভা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেবে মানুষের স্বার্থে কাজ করছেন তখন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় না নেমে ঘরের মধ্যে বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন। এটা ভাবতে আমাদের লজ্জা লাগে। দেশের মানুষ যখন বিপদের সম্মুখীন তখন একটি বিশেষ রাজনৈতিক দল মানুষের বিপদের কথা চিন্তা না করে কিভাবে ক্ষমতায় আসা যায় সেইসব নিয়ে চিন্তাভাবনা করছে। আর মিথ্যে ভুয়ো তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

করোনা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের পাশাপাশি সাংবাদিক বন্ধুদের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক ইদ্রিস আলি। তিনি বলেন, সাংবাদিকরা যেভাবে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে সংক্রমনের মাঝেও বিভিন্ন জায়গায় ছুটে নানা তথ্য সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এদিন বিধায়ক উলুবেড়িয়া প্রেস ক্লাবের বেশ কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দেন।

উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যা রিতা ব্যানার্জি ও সমাজসেবী অসিত ব্যানার্জির উদ্যোগে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে ত্রিপল ও পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *