তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নিশানা ছত্রধর

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের বিরুদ্ধে লড়তে ছত্রধর মাহাতোর বিগত দিনের কার্যকলাপ এবং তৃণমূলের নেতা হওয়ার ঘটনাকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। তৃণমূলের দুর্নীতি এবং ছত্রধর মাহাতোর বিগত দিনের কার্যকলাপ নিয়ে প্রচার করার ক্ষেত্রে দলীয় কর্মীদের উৎসাহ দিতে জঙ্গলমহলে হানা দিতে শুরু করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। সেই মুকুল রায়, যিনি তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে তৃণমূলের সঙ্গে তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সেই মুকুল রায়ই এখন কামান দাগছেন তৃণমূল ও ছত্রধরের বিরুদ্ধে। রবিবার বিকেলের পর ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দলের একটি সভায় যোগ দেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। সভায় জ্ঞানেশ্বরী নাশকতা থেকে জঙ্গলমহলের অশান্তির কারণ হিসেবে ছত্রধর মাহাতোকে নিশানা করেন মুকুল রায়। তৃণমূলের সঙ্গে ছত্রধরের এই গাঁটছড়া বাঁধাকে তিনি সরাসরি মাওবাদীদের সঙ্গে গাঁটছড়া বাধা বলে উল্লেখ করেন।

মুকুল রায় বলেন, ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জঙ্গলমহলে কয়েকশো মানুষ খুন ও নিখোঁজ হয়েছেন। তৎকালীন জনসাধারণের কমিটির নেতা হিসেবে ছত্রধর মাহাতো এই সমস্ত ঘটনার দায় এড়াতে পারেন না। তার সেই সময়কার ভূমিকা ও জ্ঞানেশ্বরী নাশকতার ঘটনা মানুষ ভুলে যাননি। আর রাতারাতি তাকে পদে বসিয়ে দিলেই মানুষ তা মেনেও নেবেন না। ঝাড়গ্রামের  মানুষ ছত্রধর ও মাওবাদীদের কার্যকলাপের বিচার করছেন। এদিন দলীয় সভায় কৈলাস বিজয়বর্গীয় ছত্রধর মাহাতোকে সরাসরি মাওবাদী কার্যকলাপে জড়িত একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। সব মিলিয়ে এটা পরিষ্কার যে, অন্যান্য ইস্যু থাকলেও বর্তমান তৃণমূল নেতা ছত্রধরের পুরনো ভূমিকাকেই মূল হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের জঙ্গলমহলে লড়তে চলেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *