আমাদের ভারত, ৩ জানুয়ারি: “রবীন্দ্রনাথ নিয়ে প্রতিবাদের কাছে অবশেষে হার মানল রাজ্য সরকার।” রাজ্য সঙ্গীতে শব্দ-বিতর্কে রাজ্যের সংশোধনীর ক’দিন বাদে এই মর্মে বিবৃতি দিল বিজেপি।
বুধবার বিজেপি-র রাজ্য সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ রাজ্যের এই সংশোধনীর জন্য কেবল নিজেদের কৃতিত্ব দাবি করলেও বস্তুত প্রতিবাদ উঠেছিল সমাজের বিভিন্ন স্তর থেকেই।
রুদ্রনীল এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “গত ৫ই ডিসেম্বর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ‘রাজ্য সঙ্গীত’ হিসাবে ১৯০৫ সালে কবিগুরুর লেখা “বাংলার মাটি বাংলার জল” গানটিকে বিকৃত করে পরিবেশন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গানটিতে কবিগুরুর লেখা সব কটি ‘বাঙালী’ শব্দকে কেটে ‘বাংলার’ লিখে দেয় তৃণমূল সরকার।
এ রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা চুপ থাকেন, এমনি অনেকেই গলা মেলান এই বিকৃত স্বেচ্ছাচারে। এ রাজ্যের সরকার মানুষের জীবন-জীবিকা নিয়ে খেলতে খেলতে শেষে বিশ্বকবিকে নিয়েও ছেলেখেলা শুরু করেছে। এ চলতে পারে না। আমরা আবেদন করেছিলাম দল মত ভুলে এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে।
অবশেষে, সেই আগুনের আঁচের তাপ পেয়ে ভয়েতে (হয়ত ২৪ শের ভোট) রাজ্য সরকার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে রবীন্দ্রনাথের শব্দ পাল্টাবেন না তা স্বীকার করে নিলেন। কিন্তু, দূর্ভাগ্যজনক ভাবে বহু রবীন্দ্রপ্রেমী বড় বড় মেইনস্ট্রিম মিডিয়া এই সব গুরুত্বপূর্ণ খবরকে দেখেও দেখতে পায় না৷ তাই আপনারা অনেকেই অনেক বড় অন্যায় জানতে পারেন না।
ধন্যবাদ পশ্চিমবঙ্গের সব মানুষকে যারা আমাদের সাথে এই প্রতিবাদ আন্দোলনে ছিলেন। জয় রবীন্দ্রনাথ।”

