পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর শুভ জন্মদিন। এই দিনটি সারা দেশজুড়ে “সুশাসন দিবস” হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির উদ্যোগে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মা বিজেপি কার্যালয়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার ছোট ছোট শিশুদের হাতে খাতা ও পেন তুলে দেওয়া হয়। এছাড়াও পথচলতি সাধারণ মানুষদের মিষ্টিমুখ করিয়ে সুশাসন দিবসের বার্তা পৌঁছে দেওয়া হয়।

জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত জানান, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়িয়েই তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানানোই এই দিনের মূল উদ্দেশ্য।

এই কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

