আমাদের ভারত, আরামবাগ, ২ ফেব্রুয়ারি: সিএএ–র সমর্থনে আরামবাগে মিছিল করল বিজেপি। এরপর তারা সিএএ–র সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করবে। মিছিল শেষে একটি পথসভা হয়। সেই পথসভা শেষে জনসভার রূপ নেয়।
আজ রবিবার বিকেলে সিএএ–র সমর্থনে কয়েক’শ মানুষের মিছিল বের করে বিজেপি। মিছিলটি আরামবাগের গির্জাতলা মোড় থেকে শুরু হয়। উত্তর মানিকপাঠ হয়ে মানিক পাঠমোড়ে মিছিলটি শেষ হয়। এরপরই মানিক পাঠ স্কুলের মাঠে সভা করেন বিজেপি। উপস্থিত ছিলেন আরামবাগের জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, বিজেপির যুব নেতা বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা কিংকর পাল। বিমান ঘোষ বলেন, এবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে চলবে সি এএ প্রচার। তৃণমূলে মানুষকে ভুল বুঝিয়েছে। এইজন্যই তৃণমূলের বাড়িতে বাড়িতে প্রচার চলবে।