নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ:
পুরভোটের আগে ফের জনসংযোগে নামছে রাজ্য বিজেপি। আগামী ১৩, ১৪ ও ১৫ মার্চ রাজ্যজুড়ে নতুন করে মানুষের সঙ্গে সম্পর্ক অভিযানে নামবে রাজ্য বিজেপি। রবিবার কলকাতায় পুরভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন কেন্দ্রীয় ও রাজ্য বিজেপির নেতারা। বৈঠকে হাজির ছিলেন সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিএল সন্তোষ। তিনি পুরভোটের আগে গোটা দলকে রাস্তায় নামার কথা বলেন। দলের সাংসদ ও বিধায়কদের তিনদিন রাস্তায় নেমে মানুষের কাছে যেতে বলেন। দলের বিধায়করাও এই তিনদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন।
কলকাতা ও হাওড়া পুরসভায় রাজ্য বিজেপির চেনা মুখও এই কর্মসূচিতে সামিল হবেন। এছাড়াও কলকাতা পুরসভার বুথ কমিটি গুলিকে নিয়ে দলীয় নেতাদের বৈঠক করার কথা বলেছেন বিএল সন্তোষ। প্রত্যেক বুথ কমিটির সভাপতির ফোন নাম্বার সহ বায়োডাটা তৈরি করে কেন্দ্রকে সাতদিনের মধ্যে পাঠাতে বলেছেন সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক। তবে এদিনের বৈঠক পুরসভার আগে রুটিন মাফিক বলে বোঝাবার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি সবসময় এগোচ্ছে। আর তৃণমূল পেছোচ্ছে। তাই লোকসভা ভোটে যারা পরাজিত হয়েছেন তাদের ফের প্রার্থী করেছে রাজ্য সভার জন্য। দুদিন আগে রাজ্যের মানুষ অর্পিতা ঘোষ, দীনেশ ত্রীবেদিকে রিজেক্ট করেছে। তারপরেও পিছনের দরজা থেকে ফের তাদের সংসদে পাঠাচ্ছে তৃণমূল। তবে তানিয়ে বিজেপির কিছু বলার নেই বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।