সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ জুলাই: শিক্ষক নিয়োগে দুর্নীতি’র প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্ৰেপ্তারের পর এই কান্ডে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
আজ সকালে কেরানীবাঁধের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ দেখিয়ে কেরানীবাঁধ মোড়ে বিজেপির কর্মীরা জমায়েত হন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বেকার ছেলে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা তৃণমূল নেতাদের আত্মসাৎ জলের মতো পরিষ্কার।তৃণমূল সুপ্রিমো থেকে মন্ত্রী আমলা সকলেই এর ভাগ পেতেন সে কথাও আজ আর গোপন নেই। রাজ্যের তৃণমূল নেতাদের নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতহীন এই সব সম্পত্তি উদ্বার করে নেতাদের জেলে ভরার দাবি জানানো হয়।
বিজেপির বাঁকুড়া নগর মন্ডলের সভাপতি কৌশিক পাঠক জানান, রাজ্য জুড়েই এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার উদ্যেগে বড়জোড়াতেও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।