আমাদের ভারত, হাওড়া, ১২ আগস্ট: দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, কর্মীদের উপর ক্রমাগত হামলা সহ একাধিক দাবিতে বুধবার বিকেলে গড়চুমুক ফাঁড়ির সামনে প্রতিবাদ সভা করল বিজেপি নেতৃত্ব। এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাঁধুখা, জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিজেপির এক প্রতিনিধি দল ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত ৮ আগস্ট উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধান্দালি গ্রাম পঞ্চায়েতের বানিবন গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন বিজেপি কর্মী। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গড়চুমুক ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগ, তাদের দলের কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করে উল্টে তাদের দলের ৪ জন কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে। আর এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। এদিন বিজেপি নেতারা দাবি করেন, পুলিশ তাদের আশ্বস্ত করেছেন দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে। যদি এরপরেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করে তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।