সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৪ জুলাই: তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও সিইএসই’র লাগামছাড়া বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়া জেলার প্রত্যেকটি বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ ধর্না কর্মসূচি পালন করল বিজেপি।
পুরুলিয়ার দেশবন্ধু রোডে বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। আধ ঘন্টা বিক্ষোভ দেখায় বিজেপির নেতা ও কর্মীরা। বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের অতিরিক্ত বিল প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে লকডাউন চলাকালীন বিল মকুবেরও দাবি জানান তাঁরা।

বিক্ষোভরত বিজেপির পুরুলিয়া শহর (দক্ষিণ) মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন,’অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। তার জন্য ৩ মাসে রিডিং না নিয়ে প্রত্যেক মাসে নিতে হবে। লকডাউন চলাকালীন বিল মকুব করতে হবে।’
এদিন দলীয় কর্মসূচিতে জেলা ও স্থানীয় মন্ডল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়া আদ্রা, কাশীপুর সহ বিভিন্ন স্থানে দলীয় জেলা নেতারা উপস্থিত ছিলেন।


