সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জুলাই: ভুয়ো ভ্যাকসিন কান্ডের প্ৰতিবাদে এবং ভ্যাকসিন দেওয়া নিয়ে দলবাজির অভযোগে আজ সকালে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ দেখানো হয়। বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্ৰায় শতাধিক কৰ্মী সমৰ্থক বিক্ষোভ অবস্থানে অংশ নেন।
বিজেপির জেলা সহসভাপতি এবং বিধায়ক নিলাদ্রি দানা বলেন, এক ব্যক্তি ভুয়া আইপিএস ও পুর আধিকারিক পরিচয় দিয়ে অনায়াসে নিজের কাজ চালিয়ে গেলেন, সরকার তা জানতেই পারলো না। এই ঘটনা প্ৰমাণ করছে সরকার এবং প্ৰশাসন কেমন চলছে। এই কান্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, দেশজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হলেও রাজ্যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।
বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তাতে কোনও হেলদোল নেই সরকারের। এই কান্ড সামনে না এলে ভয়ঙ্কর ঘটনা ঘটে় যেত অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি লঘু করে দেখাতে চাইছেন। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন চলিয়ে যাব।
এদিনের অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্ৰ, মহিলা নেত্ৰী মণিকা দত্ত প্ৰমুখ বক্তব্য রাখেন।