আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ নভেম্বর: গতকাল রাত্রি ১:২৫টা নাগাদ বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে আকস্মিক ভাবে মৃত্যু হল রাজ্যের বিজেপি ওবিসি মোর্চার রজ্য সভাপতি সুভাষ মন্ডলের (৬৩)।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুস সংক্রমণের জন্য বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে সুভাষবাবু রাজনীতির সঙ্গে যুক্ত। মুর্শিদাবাদ জেলা বিজেপির তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। বাড়ি হরিহরপাড়া হলেও তিনি বেশিরভাগ সময়ই বিজেপি কার্যালয়ে সময় কাটাতেন। বিজেপিকে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন। দলের প্রতি তাঁর অনুগত্য দেখেই কিছুদিন আগেই তাঁকে বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছিল।
করোনার পরীক্ষা করানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসায় উঠে আসে ফুসফুস জনিত সংক্রমণে তার এই অকাল প্রয়াণ। মঙ্গলবার সকালে জেলা বিজেপি কার্যালয়ে তার দেহ নিয়ে আসা হয় সকলেই তার প্রতি শ্রদ্ধা জানান। তারপর দেহ নিয়ে গোরাবাজার শশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। তার এই অসময়ে চলে যাওয়ায় সকলেই শোকস্তব্ধ। শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।