নীল বনিক, আমাদের ভারত, ৪ মে: ত্রাণ বিলিতে বাধা পাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা বলে দলের অভিযোগ। তাই রাজনৈতিক এবং প্রশাসনিক বাধা এড়িয়ে তাণ বিলির জন্য নতুন কৌশল নিল বিজেপি। এবার সামাজিক সংগঠনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে ত্রাণ পৌছে দেবার বড়সড় পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি।
উল্লেখ্য দলের সাংসদ অর্জুন সিংহ, সুকান্ত মজুমদার, জন বার্লা, নিশীথ প্রামাণিক ত্রাণ বিলির সময় বার বার পুলিশের বাধা পেয়েছেন। বাধাপেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক। ত্রাণ বিলির আগেই আটকে দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। যারফলে সাংসদ ও দলের হেভিওয়েট নেতারা মানুষের কাছে ত্রাণ পৌছে দিতে পারছেন না। সেইজন্য বিজেপির সংগঠন সম্পাদক শিবপ্রকাশ এক নতুন কোশলে ত্রাণ বিলির পরিকল্পনা করেছেন। সরাসরি বিজেপি নয়, এবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ বিলি করবে বিজেপি। এজন্য রাজ্যের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া যেখানে সম্ভব সেখানে বিজেপি নেতাদের সামনে রেখে অরাজনৈতিক ব্যানারে ত্রাণবিলির কাজ করার পরিকল্পনা করেছে।
শিবপ্রকাশের এই পরিকল্পনা মত ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে ত্রাণ বিলির কাজ শুরু হয়ে গেছে। সোমবার সকালে সেভ বেঙ্গল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নদীয়ার কল্যাণীতে ত্রাণবিলি শুরু করেছেন বিজেপির নেতারা। কল্যাণী পুরসভার চার নম্বর ওয়ার্ডে শাকসব্জী সহ নিত্যপ্রয়েজনীয় জিনিষ বিলি করেছেন গেরুয়া শিবিরের কর্মীরা। আজ কল্যাণী পুরসভা এলাকায় প্রায় ৭০০ মানুষের মধ্যে ত্রাণ বিলি করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। চাল, ডাল, সোয়াবিন, তেল সহ মোট ১৩ প্রকার নিত্যপ্রোয়জনীয় জিনিষ বিলি করা হয়েছে।
যদিও সকালের এই ত্রাণ বিলিতে রাজনৈতিক গন্ধ রয়েছে তা মানতে নারাজ ত্রাণ কর্মসূচীর অন্যতম উদ্দ্যোক্তা অধ্যাপক প্রবীর কুমার বৈদ্য। তিনি বলেন, আমরা নদীয়া বাসির সাহায্যের জন্য কাজ করছি। গরিব মানুষকে একটু সুরাহা দিতেই এমন কর্মসূচী নিয়েছি। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে এই সংগঠনের বেশিরভাগ মানুষ বিজেপির মতাদর্শে বিশ্বাসি বলে জানিয়েছেন অধ্যাপক প্রবীর কুমার বৈদ্য।
রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রত্যেকটি জেলায় এইভাবেই বুথস্তরের নেতাদের সামনে রেখে ত্রাণ কর্মসূচীতে নামার পরিকল্পনা নিয়েছে দিল্লি। যা দলের সংগঠন সম্পাদক শিবপ্রকাশ সরাসরি দেখছেন বলে বিজেপি সূত্রের খবর।
Very good coverage & footages AmaderBharat.com Viswa …!
http://www.wn.com