BJP, Midnapur, হকারদের পুনর্বাসনের দাবি, মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ফুটপাত তৈরীর বিষয় নিয়ে এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে ফুটপাত উচ্ছেদ করছে জেলা প্রশাসন। এবার তার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমা শাসকের কাছে এই বিষয়ে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি দিল বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, বেআইনিভাবে ফুটপাত দখল করে হকার উচ্ছেদ করছে জেলা প্রশাসন। এটা ভালো কাজ, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো নোটিশ ছাড়াই হকার উচ্ছেদ করছে প্রশাসন। পাশাপাশি হকারদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে।

সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি একাধিক অভিযোগ তুললেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা মুখপাত্র অরূপ দাস, জেলা বিজেপি নেতা রমা প্রসাদ গিরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *