বনগাঁ মহকুমা হাসপাতালে সু- চিকিৎসা ব্যবস্থার দাবিতে স্মারকলিপি বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মার্চ: থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সরবরাহ করতে হবে। হাসপাতালে রোগীদের জন্য এমআরআই, সিটিস্ক্যানের ব্যবস্থা করতে হবে। করোনা সহ বিভিন্ন রোগের পরীক্ষা হাসপাতালে করতে হবে। অ্যাডিনো ভাইরাস আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করতে হবে। এই রকম প্রায় ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালো বিজেপি। শুক্রবার একটি মিছিল করে হাসপাতালে গিয়ে এই অভিযোগ জানান বিজেপি নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন সকালে বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে মিছিল করে হাসপাতালে পৌঁছন বিজেপি কর্মীরা। মিছিল শুরুর আগে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন স্বপনবাবু। সেখানে তিনি দলের কর্মীদের বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। যে কোনও আন্দোলনে বনগাঁ মহকুমার কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। সভার পরে হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা। হাসপাতালের সুপারের কাছে বিজেপি নেতানেত্রীদের অভিযোগ, এখানে বেশ কয়েক মাস ধরে কোনও প্যাথলজিস্ট নেই। ফলে রোগীদের বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সরবরাহ করতে হবে, হাসপাতালে রোগীদের জন্য এমআরআই, সিটিস্ক্যানের ব্যবস্থা করতে হবে। করোনা সহ বিভিন্ন রোগের পরীক্ষা হাসপাতালে করতে হবে। অ্যাডিনো ভাইরাস আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করতে হবে। হাসপাতালের যেখান থেকে ওষুধ দেওয়া হয় সেই জায়গায় মাথার উপরে কোনো ছাউনি নেই ফলে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে রোগীদের ওষুধ নিতে অসুবিধা হয়, অবিলম্বে সেখানে ছাউনির ব্যবস্থা করতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময়ে স্বপন মজুমদার বলেন, “এই হাসপাতালে বহু গরিব মানুষ চিকিৎসার জন্য আসেন। পরিকাঠামো যদি উন্নত না হয় তাহলে সেই মানুষগুলোর খুব অসুবিধা হবে।” তিনি আরও বলেন, “শুধু এই হাসপাতাল নয়, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালেরই এক অবস্থা। আমরা হাসপাতালের পরিষেবা উন্নয়নের জন্য লাগাতার আন্দোলন করব।”

হাসপাতাল সুপার জানান, বিজেপির পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছে, তাদের দাবি আশা করছি খুব তাড়াতাড়ি পূরণ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *