সাথী দাস, পুরুলিয়া, ১৩ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলায় বিজেপির সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে চলছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদ্মশিবিরে যোগদান। আগস্ট মাসে শুরু হয়েছে সদস্যতা অভিযান কর্মসূচি। সারা জেলার সঙ্গে জয়পুর ও বাঘমুন্ডি বিধানসভা এলাকায় জোর কদমে চলছে সদস্য সংগ্রহের কাজ। জেলায় ৯ লক্ষ ৯৬ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে। তার মধ্যে জয়পুরের বিধানসভায় ৯৬ হাজার এবং বাঘ মুন্ডি বিধানসভায় ১ লক্ষ ২০ হাজার। রবিবার, সদস্যতা অভিযানে বাড়ি বাড়ি গিয়ে এই কাজে উৎসাহ দেখা গিয়েছে বিজেপি কার্যকর্তাদের।
দলীয় এই অভিযানে জয়পুর বাঘমুন্ডিতে নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শংকর মাহাতো। ছিলেন জয়পুর বিধানসভা সংযোজক প্রসেনজিৎ কুমার সহ অন্যান্য নেতা। এই বিষয়ে প্রত্যয়ের সঙ্গে শংকর মাহাতো জানান, “যে ভাবে আমরা এগোচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, তাতে লক্ষ মাত্রায় আমরা পৌঁছব। সেই সাথে দখল করব পুরুলিয়ার সব কটি বিধানসভা এবং জিতব রেকর্ড ব্যবধানে।
অন্যদিকে, আজ বরাবাজার ব্লকের শুকুরহুটু অঞ্চলের রুপাপেতা গ্রামে ২৪টি পরিবার তাঁদের ১২০ জন সমর্থক নিয়ে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিনই মানবাজার-১ ব্লকের মানবাজার নামোপাড়ার ৪৩টি তৃণমূল ও সিপিএম সমর্থিত পরিবার বিজেপিতে যোগ দেয়।