জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ আগস্ট:
রাজ্যজুড়ে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। সেইমতো আজ পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান। আজ বিজেপির মেদিনীপুর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সভাপতি শমিত দাস।
তিনি জানান, গত ৭ আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই সদস্য সংগ্রহ অভিযানের কথা ঘোষণা করেন। সেইমতো আজ মেদিনীপুর সাংগঠনিক জেলায় নতুন করে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হল। ‘মেরা পরিবার ভাজপা পরিবার’ এই স্লোগান সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে দলের রাজ্য সাধারণ সম্পাদক তুষার মুখার্জি, রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ, রাজ্য কমিটির সদস্য, লক্ষীকান্ত সাহু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ কেশিয়াড়ি ব্লকে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগদান প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি শমিত দাস জানান, ‘আমাদের জেতা প্রার্থীদের দীর্ঘদিন ধরেই প্রলোভন, এমনকী পুলিশের ভয়ও দেখানো হচ্ছিল। মানুষের মন থেকে বিজেপিকে মোছা যাবে না।’