আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ এপ্রিল: কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টায় ধর্মঘটের ডাক দিল বিজেপি। এই ধর্মঘটে পুলিশ বাধা দিতে এলে খন্ড যুদ্ধ হবে হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী। উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষন এবং বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় রাস্তায় নামল জলপাইগুড়ির বিজেপি নেতা কর্মীরা। ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে মিছিল করে শহর পরিক্রমা করে বিজেপি। এরপর শহরের কদমতলা মোড়ে প্রতীকি পথ অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা।

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্মামী বলেন, “রাজ্যের সরকার সৈরাচারী। একজন নাবালিকাকে ধর্ষন করে খুন করা হলো। সেখানে পুলিশ ভুল রিপোর্ট দিচ্ছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপির নির্দেশে উত্তরবঙ্গ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

