সাথী দাস, পুরুলিয়া, ২১ ডিসেম্বর: নারীদের সজাগ করতে বিজেপি মহিলা মোর্চা ‘আর নয় অসুরক্ষা’ কর্মসূচি শুরু করল পুরুলিয়ায়। টানা তিন দিন ধরে পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিন রঘুনাথপুর ও বলরামপুরে হল। দুই জায়গাতেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মহিলাদের হাতে ছিল ‘অসুরক্ষা’ লেখা পোস্টার। বক্তব্যে তাঁরা বলেন, “গৃহ সম্পর্ক অভিযানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁরা জানতে পেরেছেন শাসকদলের বিরুদ্ধে নারী-নিগ্রহ ধর্ষণ আর খুনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কিন্তু আক্রান্তরা ভয়ে মুখ খুলতে পারছেন না।” মহিলা মোর্চার জেলা সভা নেত্রী কাবেরী চ্যাটার্জিবলেন, তাঁরা এই সরকারের অন্যায় অত্যাচার আর মুখ বুজে সহ্য করবেন না। এই কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য সাধারণ মানুষের মনের কথাকে প্রাধান্য দিতে এগিয়ে এসেছে ভারতীয় জনতা মহিলা মোর্চা।
এদিন বলরামপুর বাস স্ট্যান্ডে ওই কর্মসূচিতে যোগ দেন জেলা মহিলা মোর্চা সভানেত্রী ছাড়াও অন্যান্য নেত্রীরা। ওই কর্মসূচিতে জেলা মহিলা মোর্চা নেত্রীরা ছাড়াও জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক বিনোদ তেওয়ারিও ছিলেন।