পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: আজ মেদিনীপুর শহরের ১৪ নং ওয়ার্ড বিজেপি শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। স্থানীয় ভোলা ময়রার চকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত মন্ডল, মন্ডল সভাপতি বিথীকা চৌধুরী, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সোমনাথ সিনহা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শুরু হয় একটি আবক্ষ মূর্তিতে মাল্যদান দিয়ে, যেখানে ভারতের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন বক্তা। বক্তারা তাঁর জীবনের নানা দিক, রাজনৈতিক সংগ্রাম ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান তুলে ধরেন।
বিশেষ করে, ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়, যাতে আগামী প্রজন্ম তাঁর মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও অবগত হতে পারে। বক্তারা তাঁর দৃঢ়চিত্ততা, বোধশক্তি এবং দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা প্রসঙ্গে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে যুব সমাজ, ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা ও আদর্শ গ্রহণ করে দেশসেবার প্রতি অনুপ্রাণিত হন। এটি শুধুমাত্র একটি স্মরণ অনুষ্ঠান ছিল না, বরং একটি শিক্ষামূলক কর্মকাণ্ড ছিল যা জনগণের মধ্যে দেশপ্রেম ও জাতীয় সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হয়।