কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ নভেম্বর :
রাস্তা মেরামতের দাবিতে বিজেপির মিছিল ঘাটালের ব্যাংরালে। ঘাটাল ব্লকের ৯ নম্বর অঞ্চলে ব্যাংরাল থেকে হরিদাসপুর পর্যন্ত যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা রয়েছে। সেই রাস্তায় প্রায় এক বছর হয়ে গেল মেরামত করার সামগ্রী পড়ে আছে। কিন্তু মেরামত করা হয়নি। শুধু মাত্র বড় স্টোনচিপ বিছানো হয়েছে। এলাকার মানুষ জনের চলাফেরা করতে খুব অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা দক্ষিণ মন্ডলের উদ্যোগে মিছিল এবং পথসভা হয়।