পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বঙ্গে কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলো ময়দানে নেমে পড়েছেন নিজেদের মতো করে। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল তথা বিজেপি। যদিও এর মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিন্তু তার জন্য অপেক্ষা করতে রাজি নয় বিজেপি কর্মীরা। প্রার্থী যিনিই হন, তার জন্য তো লড়াই করতে হবে। এই শপথ নিয়ে আজ বিজেপির মেদিনীপুর শহর ১ নম্বর মন্ডলের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ও কর্মীরা গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করলো।
ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নানা জনমুখী উন্নয়নমূলক কাজের তথ্য নিয়ে সমৃদ্ধি মোদীর গ্যারান্টি স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি দেবাশীষ দাস, শক্তি কেন্দ্র প্রমুখ ভানু ভকত, মন্ডল ইনচার্জ সঞ্জয় হাজরা, মন্ডলের সম্পাদক মৃন্ময় সাউ, মন্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতি সহ অন্যান্য নেতারা।