আমাদের ভারত, কলকাতা, ১০ অক্টোবর: কলকাতার মোমিনপুরের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানালেন বিজেপি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে।
দলের এই কেন্দ্রীয় নেতা সোমবার টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নির্দেশে, অপরাধীরা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মানুষের উপর ঘাতক হামলা চালাচ্ছে। মোমিনপুরের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কারাগারে পাঠাতে হবে।“
Bikes and shops of Hindus vandalised by peaceful community today as they celebrate their festival at Maila Depot, Mominpore. As usual, CM isn’t talking any action against them and giving them free hand. pic.twitter.com/GJ7N2EHhpl
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 9, 2022
দক্ষিণ কলকাতার মোমিনপুর এলাকায় রবিবার দোকান ও একাধিক বাইক ভাঙ্গচুরের ঘটনা সামনে এসেছে। এই প্রসঙ্গে একটি ভিডিও টুইট করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভিডিওতে বেশ কয়েকটি বাইককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি সেখানে অন্য গাড়ি ভাঙ্গচুরও করা হয় বলে অভিযোগ। এলাকায় ইটের টুকরোর পাশাপাশি কাঁচের গুঁড়োও পড়ে থাকতে দেখা গিয়েছে। এই ভাঙ্গচুরের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”

