স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুন:
লাদাখ সীমান্তে চীনের সৈন্যদের ভারতীয় জওয়ানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপির পক্ষ থেকে চীনা দ্রব্য বয়কট ও চীনা রাষ্ট্রপতির কুশপত্তলিকা দাহ সহ বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি চীনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়।
আজ সন্ধ্যায় নদিয়া জেলা উত্তরের কৃষ্ণগঞ্জের বিজেপির পক্ষ থেকে বিধায়ক আশিস কুমার বিশ্বাসের নেতৃত্বে মাজদিয়া থেকে কৃষ্ণগঞ্জে শহিদ স্মরণে এক বিরাট মোমবাতি মিছিল করা হয়। পাশাপাশি ভারতীয় জওয়ানদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে চীনের প্রেসিডেন্ট জিংপিংয়ের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদনের জন্য দু মিনিট নিরবতা পালন করা হয়।