Dilup, BJP, Midnapur, মেদিনীপুরে বিজেপির বাইক র‌্যালি ও পরিবর্তন সভা, তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: মেদনীপুর সদর ব্লকের বাগের পুকুর থেকে এল্লাবনিউ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এক বিশাল বাইক র‌্যালির আয়োজন করা হয়। এই বাইক র‌্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল থেকেই বাইক র‌্যালিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপির পতাকা হাতে নিয়ে শতাধিক বাইক র‌্যালিতে অংশ নেন দলীয় কর্মী ও সমর্থকরা।

বাইক র‌্যালি শেষে এল্লাবনিতে এক ‘পরিবর্তন সভা’-র আয়োজন করা হয়। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “আমরা যে ভোটটা পাই, সেটা আপনাদের ভোট। আর তৃণমূল কংগ্রেস যে ভোট পায়, সেটা ভূতের ভোট। এই যে ৫৮ লক্ষ ভূত—এরা ঠিক ভোটের দিন চলে আসবে।”

এর পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, তৃণমূল সরকার দুর্নীতি, ভোট লুঠ এবং প্রশাসনিক সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তৃণমূল গণতন্ত্রকে ধ্বংস করছে।

দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে বিজেপি কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান এবং বলেন, আগামী দিনে বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে হলে বিজেপিকেই শক্তিশালী বিকল্প হিসেবে গড়ে তুলতে হবে।

এই সভাকে কেন্দ্র করে এল্লাবনি এলাকায় রাজনৈতিক উত্তেজনা চোখে পড়ে। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *