আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই:
এসএসসি দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। প্রতিটি বিরোধী দল রাস্তায় নেমে পড়েছে। তীব্র আক্রমণ শানানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চোর ধরো জেলে ভরো কর্মসূচিকে সামনে রেখে বাইক মিছিল করল বিজেপি। শনিবার কেশিয়াড়ি উত্তর মন্ডলের পক্ষ থেকে লালুয়া অঞ্চল এলাকায় বাইক মিছিল করল বিজেপি। এদিন কুকাই থেকে বাইক মিছিল শুরু হয়ে সারা আঞ্চল পরিক্রমা করে কলাবনীতে এসে মিছিল শেষ হয়। বাইক মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি মোর্চার সভাপতি সনাতন মান্ডি, উত্তর মন্ডলের সভাপতি সন্দীপ পাল সহ অঞ্চলের নেতৃত্বরা।

