Bandh, Debra, আদিবাসী যুবক ডাক্তার সোরেনের মৃ*ত্যু*র প্রতিবাদে ডেবরায় বিজেপির ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: গত মঙ্গলবার চোলাই পাচারের সময় আবগারি দপ্তরের হাতে পাকড়াও যুবক ভয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ায় তার মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে ডেবরায় শুরু হয় শোরগোল। যুবককে মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ আসছে বিভিন্ন মহলে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এলাকার ঘটনায় রিতীমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত যুবকের নাম ডাক্তার সরেন। বাড়ি ডেবরার অনন্তবাড় এলাকায়।সোমবার ভোরে বাইকে করে গাড়ির টিউবে চোলাই মদ নিয়ে বাড়ি থেকে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল ডাক্তার সরেন। লোয়াদা ব্রিজের পরে ডেবরার আবগারি দফতরের লোকজন তাকে ধরে ফেলে।টেনে তাকে গাড়িতেও তোলে। তবে গাড়িতে তোলার পরে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় বলে আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তৎক্ষণাৎ ডাক্তার সরেনকে আবগারি দপ্তরের পুলিশরা প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে ডাক্তার সরেনের। আর তারপরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে আবগারি দপ্তরের পুলিশের মারেই মৃত্যু হয়েছে ডাক্তার সরেনের।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ডেবরার আবগারি দপ্তর। বুধবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ি নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার এই ঘটনায় এলাকাবাসী ডেবরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিল। আজ ডাক্তার সোরেনর মৃত্যুর প্রতিবাদে বিজেপি ডেবরা ব্লকে বনধের ডাক দেয়। সকাল থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বনধকে ঘিরে। যানবাহন চলাচল করলেও দোকান পাট ছিল বন্ধ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *