সুশান্ত ঘোষ, বাগদা, ১৩ নভেম্বর: গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আলিপুরদুয়ারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বাগদা থানার গাড়াপোঁতা এলাকায় বনগাঁ–বাগদা রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
শুক্রবার বিকালে বাগদার গাড়াপোঁতা এলাকায় বনগাঁ বাগদা রোড অবরোধ করে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে। পরে মানুষের সমস্যার কথা ভেবে অবরোধ তুলে নেয়।
এদিনের অবরোধ কর্মসূচিতে দলীয় কর্মী- সমর্থকদের পাশাপাশি যোগ দেন বাগদা বিজেপি যুব মোর্চার সদস্যরা। স্থানীয় বিজেপি নেতা নৃপেন পান্ডে বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।