সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: সৌমিত্র খাঁর গ্রেফতারের প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। আজ পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে রাস্তা অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা। যুব মোর্চার পুরুলিয়া শহর কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্যোগী সংগঠনের সভাপতি চন্দন দাস ছাড়াও বিজেপি জেলা সহ-সভাপতি বিনোদ তেওয়ারি, বিজেপি শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। প্রতীকি রাস্তা অবরোধ হলেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও যুব মোর্চার সদস্যরা।
প্রসঙ্গত, সাংসদ ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান আসানসোলের পুলিশ কমিশনার কার্যালয়ের অবরোধে যোগ দিয়েছিলেন। তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে আসানসোলের মেয়রের চামড়া তুলবে। এর পর যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ – কে সেই কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আর এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচী নেন দলের যুব মোর্চার সদস্যরা।
উল্লেখ্য, বিজেপি রাজ্যের সেক্রেটারি বাপ্পা চ্যাটার্জিকে শুক্রবার রাতে পৌর কর্পোরেশনের একটি ‘ফেক ছবি’ ভাইরাল করার জন্য পুলিশ গ্রেফতার করেছিল।