পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: মেদিনীপুর পৌর এলাকায় ফুটপাত উচ্ছেদ নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও কর্মসূচি করলো বিজেপি যুব মোর্চা। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার সদস্যরা।
এদিনের কর্মসূচিতে ছিলেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি পৌরপ্রধান সৌমেন খানের।