স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ ডিসেম্বর:
বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তেহট্ট মহকুমা হাসপাতালের সুপারকে এগারো দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হল। দীর্ঘদিন ধরেই তেহট্ট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি, রোগী ও পরিজনদের সাথে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ উঠছিল। হাসপাতালের পরিষেবা উন্নত করার দাবি জানিয়ে শুক্রবার দুপুরে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ১১দফা দাবি সম্বলিত স্মারকলিপি সুপারের হাতে তুলে দেওয়া হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য সহ-সভাপতি তথা নদিয়া জেলা উত্তর যুব মোর্চার অবজারভার তরুণ জ্যোতি তেওয়ারি, জেলা সভাপতি আশুতোষ পাল, বিজেপি নেতা কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃবৃন্দ।


