প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে বিজেপি কর্মীরা এক কোটি মানুষের বাড়ি যাবে, বললেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জুন: এককোটি মানুষের বাড়িতে প্রধানমন্ত্রীর লেখা চিঠি পাঠানো হবে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি দলের রাজ্য সদর দফতরে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় এইকথা বলেন।

দিলীপ ঘোষ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ মানুষের বাড়িতে মোদীর চিঠি নিয়ে পৌছাতে পেরেছি। বাদবাকি বাড়িতেও আমরা পৌছাতে পারবো বলে বিশ্বাস রাখি। কিন্তু দলের কর্মসূচি যখন পালন করতে যাচ্ছি পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করছে। আমার নামে মামলা করেছে। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নামে মামলা করেছে। করোনার সময় দলের ৭৫ জন নেতার নামে মামলা করেছে পুলিশ। কিন্তু তা সত্বেও বিজেপি রাজ্যজুড়ে কাজ করছে।

দিলীপ ঘোষ বলেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের মিথ্যে মামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে আমি জানিয়েছি। তারপরেও কোনও লাভ হচ্ছে না। কিন্তু তারপরেও বিজেপি কর্মীরা বসে থাকবে না। উৎসাহ নিয়েই দলের কর্মসূচিতে নামছে বলে জানালেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *