জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: শনিবার খড়গপুরে তৃণমূলের রাজ্য যুব সহ-সভাপতি সোহম চক্রবর্তীর হাত ধরে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোলবাজাররের রাম মন্দির এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতে খড়গপুর শহরের শৈলেন্দ্র সিং ও খড়গপুর গ্রামীনের সেক ফিরোজের হাত ধরে বিজেপি দলের এই কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান অভিনেতা সোহম চক্রবর্তী।