জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর: বুধবার ঝাড়গ্রাম বিধানসভার লালগড় ব্লকের বেলাটিকরি অঞ্চলের তিলাবনিতে বিজেপির অঞ্চল প্রধান সহ সক্রিয় জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব সহ প্রায় পাঁচ শত কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে ঝাড়গ্রাম জেলা তৃণমূল সূত্রে জানানো হয়েছে।
বিজেপি ছেড়ে আসা রাজনৈতিক কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন, জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। এছাড়াও এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো- অডিনেটর অজিত মাহাত, জেলা যুব সভাপতি শান্তনু ঘোষ, ব্লক সভাপতি শ্যামল মাহাত সহ অন্যান্য জেলা ও ব্লক, অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি এদিন ঘাটালের ৫নং অঞ্চলের প্রায় ১০০ জন বিধায়ক শঙ্কর দোলইয়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাদ্দাম আলি খাঁনের নেতৃত্বে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন।

বিজেপির ঝাড়্গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি জানিয়েছেন, বেলাটিকরী পঞ্চায়েতের প্রধানকে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অন্যান্যদেরও দল বিরোধী কাজের জন্য সরানো হয়। তারা তৃণমূলে যোগ দিয়েছে। বিজেপির স্বচ্ছ মানসিকতার কোনও নেতা কর্মী এখনো পর্যন্ত দল ছেড়ে অন্য দলে যায়নি।

