জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট:
আজ রবিবার ঘাটাল ব্লকের ৫নং অঞ্চলের দন্দীপুর থেকে ৫০ জন বিজেপি কর্মী তৃণমূল দলে যোগ দিয়েছেন বলে জানাগেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার পাশাপাশি ওনার আদর্শ ও সম্প্রীতি রক্ষার আন্দোলনে ভরসা রেখে সাদ্দাম আলি খান ও চন্দন গোস্বামীর নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লকের তৃণমূল নেতা প্রশান্ত রায়, সন্তোষ দিয়াশী, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অংশুমান দোলোই, দীপঙ্কর ঘোষ প্রমুখ।


